কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ৩নং তালবাড়ীয়া ইউনিয়নে তালবাড়ীয়া বালির ঘাট ১৯৮৬ সালে ও ১৯৯৩ সালে রানাখড়িয়া গোরস্থান বালির ঘাটের যাত্রা শুরু হয়। দক্ষিন বঙ্গের জেলার একমাত্র বালির চাহিদা পূরন করে এই বালির ঘাট। এখানে সব রকম বালি পাওয়া যায়। নদীগর্ভে জমি জায়গা বিলীন হওয়ার পরও মানুষ টিকে আছে এই ঘাটের কারণে। আমাদের এই ইউনিয়নের মানুষের এখন পেশা হিসেবে দারিয়েছে বালির ব্যাবসা। বালির ব্যবসা করে মানুষ এখন সাবলম্বি হয়ে উঠেছে। অনেকেই এখন বড় বড় দালান কোঠা তুলছে। অনেকেই ছেলে মেয়েদের দেশের নামি দামি স্কুল কলেজে লেখা পড়া করাচ্ছে। এমনকি ছেলে মেয়েদেরকে মেডিকেল কলেজে পড়াচ্ছে। এভাবেই দেশ আগাবে,আর এভাবেই নদী আরও কাছে চলে আসবে। দুনিয়াতে তো আমরা চিরদিন বেচে থাকব না। কেউ না কেউ বেচেঁ তাকবে, এভাবেই চলে যাবে জীবন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস