বরাবর,
চেয়ারম্যান
৩নং তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদ
মিরপুর,কুষ্টিয়া।
বিষয়ঃজমি জমা সংক্রান্ত অভিযোগ।
বাদীঃ বিবাদী
আনেজ আলী ১। মোঃ জহুরুল খাঁ
পিতা মৃত আমদ প্রামানিক ২। তৌহিদ খাঁ
গ্রামঃ শামুখিয়া ৩। সুজন খাঁ
তালবাড়ীয়া,মিরপুর ৪। আনিস খাঁ
কুষ্টিয়া। ৫। জাহাঙ্গীর খাঁ
সর্ব পিতাঃ মৃত আমির হোসেন
৬। আলমগীর হোসেন খাঁ
পিতাঃমৃত মনতাজ আলী খাঁ
সর্বসাং-শামুখিয়া,তালবাড়ীয়া।
৭। সবুরা খাতুন
৮। সখিনা খাতুন
সর্বপিতাঃমৃত মনতাজ আলী খাঁ
সর্বসাং-গোবিন্দপুর.তালবাড়ীয়া,
মিরপুর,কুষ্টিয়া।
জনাব,
আমি আনেজ আলী আমার বিবাদী ১,২,৩,৪,৫,৬,৭,৮ ১২/০৩/২০০৩ ইং তারিখে ২৬নং মৌজা আর,এস ৪৬৩ দাগ ধানী জমি ৪৮ শতকের মধ্যে ২৪ শতক জমি বায়নানামা করা হয় এবং সব টাকা পরিশোধ করা হয়েছে। পরবর্তীতে ২২/১২/২০০৯ ইং তারিখে আমাকে ৫ কাঠা জমি আমার নামে রেজিষ্ট্রি করে দেয়। আর বাদ বাকী জমি আমাকে আজকে রেজিষ্ট্রি করে দেবে কালকে রেজিষ্ট্রি করে দেবে বলে ঘুড়াচ্ছে্ এমনকি বলে জমি আমরা আপনাকে কোনদিনও রেজিষ্ট্রি করে দেবনা।
অতএব জনাব মেহেরবানী পূর্বক বিবাদী পক্ষকে তলব দিয়ে সূ-বিচার করিতে মর্জি হয়।
তাং- বিনীত
আনেজ আলী
গ্রামঃ শামুখিয়া,তালবাড়ীয়া
মিরপুর, কুষ্টিয়া।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS