চেয়ারম্যানের কার্যালয়
৩নং তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
চেয়ারম্যানঃ মোঃ সাইদুর রহমান মিঠু
ডাকঘরঃ তালবাড়ীয়া, উপজেলাঃ মিরপুর, জেলাঃ কুষ্টিয়া।
*******************************************************************************************************************************************************
বরাবর,
জেলা প্রশাসক
কুষ্টিয়া ।
মাধ্যম : উপজেলা নির্বাহী অফিসার মিরপুর, কুষ্টিয়া ।
বিষয় ; নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ পরিবারের সাহায্যের জন্য আবেদন ।
জনাব,
উপর্যুক্ত বিষয়ের ভিত্তিতে জানানো যাচ্ছে যে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ৩নং তালবাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডভুক্ত ২০টি কাঁচা বাড়ী, গাছপালা, শষ্যক্ষেত, গোরস্থান, ও ২০টি পরিবার সম্পুর্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যার আনুমানিক মুল্য ২০ লক্ষাধিক টাকা। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে ।
অতএব মহাদয়ের নিকট নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে মর্জি হয় ।
ক্ষতিগ্রস্থ পরিবারে পক্ষে
তাং :- ২১/০৮/২০১৩ ইং
সংযুক্তি: চেয়ারম্যান
ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদ
(১) এক কপি মিরপুর, কুষ্টিয়া ।
ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকাঃ
ক্র.নং | নাম | পিতার নাম | গ্রাম |
০১ | মোঃ রেজাউল | মোঃ গেদন প্রামানিক | তালবাড়ীয়া |
০২ | মোঃ শাহার | মৃত খবির সরদার | তালবাড়ীয়া |
০৩ | মোঃ লাল্লু | মৃত আকবার সরদার | তালবাড়ীয়া |
০৪ | মোঃ সুমন | মৃত হানিফ | তালবাড়ীয়া |
০৫ | মোঃ শুকুর আলী | মৃত লয়মদ্দিন সরদার | তালবাড়ীয়া |
০৬ | মোঃ সিরাজ সরদার | মৃত গফুর সরদার | তালবাড়ীয়া |
০৭ | মোঃ সিরাজ সরদার | মোঃ তোফাজ্জেল সরদার | তালবাড়ীয়া |
০৮ | মোঃ মুকুল | মৃত আপতার | তালবাড়ীয়া |
০৯ | মোঃ রব্বানী | মোঃ রতন | তালবাড়ীয়া |
১০ | মোঃ রওশন | মোঃ রতন | তালবাড়ীয়া |
১১ | মোঃ ছুব্বানী | মোঃ রতন | তালবাড়ীয়া |
১২ | মোঃ খুছরা | মোঃ রব্বানী | তালবাড়ীয়া |
১৩ | মোঃ আলম | মোঃ রওশন | তালবাড়ীয়া |
১৪ | মোঃ তইয়ব | মোঃ ফেরত প্রামানিক | তালবাড়ীয়া |
১৫ | মোঃ আরিফ | মোঃ ফেরত প্রামানিক | তালবাড়ীয়া |
১৬ | মোঃ রবজেল মালিথা | মৃত লুৎফর মালিথা | তালবাড়ীয়া |
১৭ | মোঃ এবাদৎ মালিথা | মৃত লুৎফর মালিথা | তালবাড়ীয়া |
১৮ | মোঃ আঃ রহিম | মৃত লুৎফর মালিথা | তালবাড়ীয়া |
১৯ | মোঃ বাদশা | মৃত আজগার | তালবাড়ীয়া |
২০ | মোঃ কলম | মৃত আজগার | তালবাড়ীয়া |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS